হজ্জ-২০২৬
শিফটিং প্যাকেজ ইকোনোমিক (খাবার ও কুরবানীসহ)
প্যাকেজ মূল্য-৫,৬৫,০০০/-

মক্কা আবাসন-১ঃ
*পবিত্র হারাম শরীফ থেকে ৬০০-৮০০ মিটারের মধ্যে তারকা মানের হোটেলে ২০-২৫ দিন অবস্থান করবে। প্রতি রুমে সর্বোচ্চ ৪/৫ জন পুরুষ ও মহিলা আলাদা রুমে থাকবে।
মদিনা আবাসনঃ
*মসজিদে নববী থেকে ১০০০-১২০০ মিটারের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল। প্রতি রুমে সর্বোচ্চ ৪/৫ জন পুরুষ ও মহিলা আলাদা রুমে থাকবে।
মক্কা আবাসন-২ঃ
*পবিত্র হারাম শরীফ থেকে ৩-৫ কিলোমিটারের দূরত্বে, হজ্জের আগের ০২দিন এবং হজ্জের পরের ৩-৪দিন (ফিরতি ফ্লাইট হওয়া সাপেক্ষে কমবেশি হতে পারে) শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল। প্রতি রুমে সর্বোচ্চ ৪/৬ জন পুরুষ ও মহিলা আলাদা রুমে থাকবে।
*তবে কেউ মক্কা ও মদিনায় ২/৩ জনের রুম নিতে চাইলে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী পেমেন্ট করলে ব্যবস্থা করা হইবে।

মিনা-আরাফা:
*ক্যাটাগরী উ তে মিনা/আরাফাহ্ ৫ দিন তাবুর ব্যবস্থা করা হইবে। ঐ ৫ দিন মক্কার হোটেলে কোন প্রকার খাবার দেওয়া হইবে না তবে মিনা/আরাফাহ ৩ বেলা খাবারের ব্যবস্থা থাকবে।
ট্রান্সপোর্টঃ
*ময়মনসিংহ হতে ঢাকা বিমানবন্দর’’ যাওয়া আসা বাস (মালামালসহ) এজেন্সী বহন করিবে।
*মক্কা, মদিনা, জেদ্দা, সমস্ত যাতায়াত এসি বাস/প্রাইভেট কার।
* মিনা, আরাফাহ্, মুজদালিফা যাতায়াত সরকার নির্ধারিত এসি বাস।
* তবে এককভাবে যাত্রার জন্য ভাড়াকৃত (প্রাইভেট) কোন গাড়িতে যাতায়াত করতে চাইলে খরচ হজ্জযাত্রী বহন করিবে।
খাবারঃ
* মক্কা ও মদিনায় প্রতিদিন ৩ বেলা দেশীয় খাবার সরবরাহ করা হইবে।
* খাবার মেনু-প্রতি বেলা সাদা ভাত, মাছ অথবা গোস্ত যে কোন একটি সবজি, ভাজি অথবা ভর্তা যেকোন একটি এবং সাথে ডাল।
* বিমান ও বাসে যাত্রা কালীন সময়ে এজেন্সী কোন প্রকার খাবার সরবরাহ করবে না।
ভ্রমনঃ
* মক্কা শহরে অবস্থিত দর্শনীয় স্থান গুলোর জিয়ারাহ্ খরচ এজেন্সি বহন করিবে।
* মদিনা শহরে অবস্থিত দর্শনীয় স্থান গুলোর জিয়ারাহ খরচ এজেন্সি বহন করিবে।
গাইডঃ
* সার্বক্ষনিক অভিজ্ঞ আলেম ও দক্ষ গাইড দ্বারা সার্বিক সেবা প্রদান করা হইবে।
কুরবানীঃ
* কুরবানী বাবদ ৭২০ রিয়াল প্যাকেজে অন্তর্ভূক্ত (সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী কোরবানীর ব্যবস্থা করা হবে)
প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ
* ব্যক্তিগত খরচ।
* কোন ধরনের টিপস।
* তায়েফ, জেদ্দা বা মদিনায় ও্যাদী জিন, বদর যেতে চাইলে খরচ হজ্জ যাত্রী বহন করিবে।
বিঃদ্রঃ
* রিয়াল মূল্য ৩২.৮৫ টাকা হিসাবে প্যাকেজ নির্ধারণ করা হইল, যদি রিয়াল মুল্য কম বেশি হয় তাহলে প্যাকেজ মুল্য পরিবর্তন হইবে।
* এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাব অথবা অফিসের মানি রিসিট ব্যতিত কোন প্রকার টাকা লেনদেন করা যাবেনা।
* নির্ধারিত সময়ে টাকা দিতে ব্যর্থ হইলে আপনার যাত্রার বিঘ্ন ঘটলে এজেন্সি কোন ভাবে দায়ী থাকবেনা।
* সরকার নির্ধারিত কোন ফি আরোপ হলে বা রিয়াল মূল্য বৃদ্ধি/হ্রাস পেলে প্যাকেজ মূল্য ও পরিবর্তন হতে পারে।
* নিবন্ধনের পর হজ্জে যেতে অসামর্থ্য হলে ইতোমধ্যে ব্যয়িত অর্থ কর্তনের পর অবশিষ্ঠ অর্থ ফেরত প্রদান করা হবে।
* সরকার ঘোষিত হজ্জের খরচ কোন কারণে বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজ্জ যাত্রীকে তাহা পরিশোধ করতে হবে।
*সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ খরচে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে। (আমাদের গাইড সহযোগিতা করবে।)
* বিমান টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করে নিজ খরচে টিকিট পরিবর্তন করতে হবে। (আমাদের গাইড সহযোগিতা করবে।)
* সকল হজ্জ যাত্রীর জন্য বিমানের ইকোনোমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।
* খাবার পানি, হ্যান্ডওয়াশ/সাবান ও টয়লেট পেপার নিজ ব্যবস্থাপনায় ক্রয় করে ব্যবহার করতে হবে।