Platinum Package 2025 from Bangladesh

হজ্জ-২০২৫
প্যাকেজ-‘‘বি’’
প্যাকেজ মূল্য – ৬,১৫,০০০/-


মক্কা আবাসনঃ
পবিত্র হারাম শরীফ থেকে ৭০০-১০০০ মিটারের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল। প্রতি রুমে সর্বোচ্চ ৪/৬ জন পুরুষ ও মহিলা আলাদা রুমে থাকবে।


মদিনা আবাসনঃ
মসজিদে নববী থেকে ৫০০-৮০০ মিটারের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক হোটেল। প্রতি রুমে সর্বোচ্চ ৪/৬ জন পুরুষ ও মহিলা আলাদা রুমে থাকবে।
তবে কেউ মক্কা ও মদিনায় ২/৩ জনের রুম নিতে চাইলে সেই অনুযায়ী পেমেন্ট করলে ব্যবস্থা করা হইবে।


মিনা-আরাফা:
ক্যাটাগরী D তে মিনা/আরাফাহ্ ৫ দিন তাবুর ব্যবস্থা করা হইবে (৩ বেলা খাবার সহ)। ঐ ৫ দিন মক্কার হোটেলে কোন প্রকার খাবার দেওয়া হইবে না।


ট্রান্সপোর্টঃ
‘‘ময়মনসিংহ হতে ঢাকা বিমানবন্দর’’ যাওয়া আসা আমাদের নিজস্ব বাসে।
মক্কা,মদিনা,জেদ্দা,মিনা,আরাফা,মুযদালিফা সমস্থ যাতায়াত এসি বাস (সৌদি সরকার থেকে প্রাপ্ত বাস)
ভাড়াকৃত (প্রাইভেট) কোন গাড়িতে যাতায়াত করতে চাইলে খরচ হজ্জযাত্রী বহন করিবে।


খাবারঃ
মক্কা ও মদিনায় প্রতিদিন ৩ বেলা দেশীয় খাবার সরবরাহ করা হইবে।
খাবার মেনু-প্রতি বেলা সাদা ভাত,মাছ অথবা গোস্ত যে কোন একটি ,সবজি,ভাজি অথবা ভর্তা যেকোন একটি এবং সাথে ডাল।
বিমান ও বাসে যাত্রা কালীন সময়ে এজেন্সী কোন প্রকার খাবার সরবরাহ করবে না।


ভ্রমনঃ
মক্কা শহরে অবস্থিত দর্শনীয় স্থান গুলোর জিয়ারাহ্ খরচ এজেন্সি বহন করিবে।
মদিনা শহরে অবস্থিত দর্শনীয় স্থান গুলোর জিয়ারাহ খরচ এজেন্সি বহন করিবে।


গাইডঃ
সার্বক্ষনিক অভিজ্ঞ আলেম ও দক্ষ গাইড দ্বারা সার্বিক সেবা প্রদান করা হইবে।


প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ
কোরবানী
ব্যক্তিগত খরচ।
কোন ধরনের টিপস।
তায়েফ,জেদ্দা বা মদিনায় ও্যাদী জিন, বদর যেতে চাইলে খরচ হজ্জ যাত্রী বহন করিবে।


বিঃদ্রঃ
রিয়াল মূল্য ৩২.৫০ টাকা হিসাবে প্যাকেজ নির্ধারণ করা হইল, যদি রিয়াল মুল্য কম বেশি হয় তাহলে প্যাকেজ মুল্য পরিবর্তন হইবে।
এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাব অথবা অফিসের মানি রিসিট ব্যতিত কোন প্রকার টাকা লেনদেন করা যাবেনা।
নির্ধারিত সময়ে টাকা দিতে ব্যার্থ হইলে আপনার যাত্রার বিঘ্ন ঘটলে এজেন্সি কোন ভাবে দায়ী থাকবেনা।
সরকার নির্ধারিত কোন ফি আরোপ হলে বা রিয়াল মূল্য বৃদ্ধি/হ্রাস পেলে প্যাকেজ মূল্য ও পরিবর্তন হতে পারে।
নিবন্ধনের পর হজ্জে যেতে অসামর্থ হলে ইতোমধ্যে ব্যয়িত অর্থ কর্তনের পর অবশিষ্ঠ অর্থ ফেরত প্রদান করা হবে।
হজ্জের খরচ কোন কারণে বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজ্জ যাত্রীকে তাহা পরিশোধ করতে হবে।
সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ খরচে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে।
বিমান টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করে নিজ খরচে টিকিট পরিবর্তন করতে হবে।
সকল হজ্জ যাত্রীর জন্য বিমানের ইকোনোমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।
যদি কোন হজ্জ যাত্রী অল্প দিনের প্যাকেজ (শর্ট প্যাকেজ) করতে চায় তাহলে তাকে প্যাকেজের বাহিরে অতিরিক্ত ৩৫,০০০/= (পয়ত্রিশ) হাজার টাকা প্রদান করিতে হইবে।
কোরবানির জন্য আবশ্যিক ৭৫০ (সাতশত পঞ্চাশ) রিয়াল সাথে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *